ব্যুরো নিউজ, ১২ জুন : ফের কাশ্মীরে জঙ্গি হামলা। সন্ত্রাসবাদী হামলায় আহত তিন। জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে নিহত এক জঙ্গি। সংবাদসংস্থা সূত্রে খবর, মঙ্গলবার কাশ্মীরের কাঠুয়া জেলার সাইদা গ্রামে হামলা চালায় জঙ্গিরা।
ডিপ্রেশান কাটাতে বানানা থেরাপিতেই ভরসা চিনের! কি এই বাবানা থেরাপি?
আহত তিন গ্রামবাসী, নিকেশ ১ জঙ্গি
এই ঘটনায় তিনজন গ্রামবাসী আহত হন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় এক সন্ত্রাসবাদী। এলাকা ঘিরে রেখে তল্লাশি চালায় সেনা ও আধাসেনার যৌথ বাহিনী। কাঠুয়ার জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গোটা বিষয়ের উপর দিল্লি থেকে লাগাতার নজর রাখা হচ্ছে বলে জানান, কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং।
উল্লেখ্য, গত রবিবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের সময় রেয়াসিতে তীর্থযাত্রীদের একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। আহত হযন আরও ৩৩ জন। এই হামলার তদন্ত এখনও চলছে। এর মধ্যে কাঠুয়ায় হামলা চালাল সন্ত্রাসবাদীরা।