Ex governor tathagata questioned intellectuals

ব্যুরো নিউজ,৭আগস্ট: দেশ বিদেশের বিভিন্ন ইস্যুতে মাঝেমধ্যেই কলকাতার রাজপথে মোমবাতি হাতে মিছিল করতে দেখা গিয়েছে বুদ্ধিজীবীদের একাংশের। সেই বুদ্ধিজীবীর তালিকায় রয়েছেন শিল্পী শুভাপ্রসন্ন, অভিনেত্রী এবং পরিচালিকা অপর্ণা সেন থেকে শুরু করে অভিনেতা কৌশিক সেন সহ আরো অনেকেই। কিন্তু যখন বাংলাদেশ আগুনে জ্বলছে, সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, তখন এই বুদ্ধিজীবীরা একেবারেই চুপ, নীরব।

হিন্দুদের উপর আক্রমণ নিয়ে এক্স হ‍্যান্ডেলে পোষ্ট তথাগতর

বাংলাদেশে হাসিনাকে সরিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে আসীন হচ্ছেন মুজিবুরেরই অনুরাগী ইউনূস

ইতিমধ্যেই বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা অভিনেত্রীদের অনেকেই। সোনম কাপুর, সোনু সুদ থেকে শুরু করে বাংলার জিৎ, পরমব্রত, ঋদ্ধি সহ বহু টলিউড তারকাও শান্তির বার্তা দিয়েছেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেও ক্রমাগত চলছে হিংসা, অবর্ণনীয় লুঠতরাজ। এমনকি সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের হত্যা পর্যন্ত করা হচ্ছে বলে জানা যাচ্ছে। আর এই বিষয়েই এক্স হ্যান্ডেলে প্রাক্তন রাজ্যপাল এবং বিজেপি নেতা তথাগত রায় লেখেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে নিয়মিত পুরনো ধাচের গণহত্যা করা হচ্ছে। কৌশিক সেন, অপর্ণা সেন, শুভাপ্রসন্ন সহ মোমবাত্তিওয়ালাদের কাছ থেকে কোনো চিৎকার কি কেউ এখনো শুনেছেন?

আচমকা দিল্লি উড়ে গেলেন শুভেন্দু, জোরালো জল্পনা

তথাগতর এই পোষ্টের জবাবে নেট দুনিয়াতেই অনেকে মতামত পেশ করেছেন। একজন যেমন লিখেছেন, আসলে স্যার অপর্ণা সেন, কৌশিক, শ্রীজাতদের মত কিছু হাতুড়ে মার্কা কলকাতার বুদ্ধিজীবীরা শীতঘুম দিয়েছে। মনে হয় মার্কেটে বুদ্ধির আমদানি রপ্তানি হচ্ছে না। তাই তাদের মাথাতেও বুদ্ধি শেষ হয়ে গেছে। আবার আরেক জন লিখেছেন, সমস্ত মোমবাতি এদের প্যালেস্টাইন আর গাজায় শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের হিন্দুদের জন্য কিছুই নেই। আর এর মধ্যেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বাংলাদেশের মুসলিমদের রামকৃষ্ণ মিশন পাহারা দেওয়ার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেছেন। তবে সেখানে কোনো বক্তব্য পেশ করেননি তিনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর