ব্যুরো নিউজ,৫ ডিসেম্বর:বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা দিনের পর দিন বাড়ছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিজেপি নেতা তথাগত রায়। তার মন্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। সম্প্রতি বিজেপির প্রাক্তন সাংসদ এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ২০০২ সালের গুজরাট দাঙ্গা প্রসঙ্গে মন্তব্য করেন যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তথাগত রায়ের পোস্টে প্রশ্ন করেন ‘আপনি কি বলছেন? ২০০২ সালের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য মোদী দায়ী ছিলেন?’ এর জবাবে তথাগত রায় লেখেন ‘না। আমি শুধু মোদীর ‘নিউটনের তৃতীয় গতিসূত্রের’ পুনরাবৃত্তি চাই। প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া থাকে। এই সূত্রই ভারতের সাম্প্রদায়িক সম্পর্কের পরিসর বদলে দিয়েছিল।’
নতুন বিতর্কের জন্ম
বাংলাদেশে হিন্দুদের উপর চলতে থাকা অত্যাচারের প্রসঙ্গে তিনি আরও লেখেন ‘যদি আমরা, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা, বাংলাদেশের বাঙালি হিন্দুদের যন্ত্রণার সমব্যথী না হই, তাদের উপর চলতে থাকা বীভৎস ধর্মীয় অত্যাচারের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে আমাদের অবশ্যম্ভাবী বিলুপ্তি অপেক্ষা করছে।’ এই মন্তব্যের পর বিজেপি বনাম তৃণমূলের মধ্যে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ মন্তব্য করেছেন ‘মোদীর সরকার কি আঙুল চুষছে? কোথায় ৫৬ ইঞ্চি?’ একই সময়ে তথাগত রায় কলকাতার হাসপাতালগুলির পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি লেখেন ‘কলকাতার হাসপাতালগুলো নাকি বাংলাদেশী রোগীর অভাবে পথে বসছে! তবে, বাংলাদেশের রোগীরা ভারতে কেন আসছে? কারণ তাদের দেশে চিকিৎসকই নেই।’
শিরোমণি আকালি দল নেতা সুখবীর সিং বাদলকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা
এই বিতর্কিত মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই তার মন্তব্যের বিরোধিতা করেন, তবে তথাগত রায়ের বক্তব্য পরিষ্কার ‘যদি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা বাংলাদেশের বাঙালি হিন্দুদের যন্ত্রণার বিরুদ্ধে কিছু না করে, তাহলে ভবিষ্যতে তাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন হতে পারে।’ অপরদিকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই বিতর্ক আরও চরম আকার ধারণ করেছে। তবে, তথাগত রায়ের মন্তব্য বাংলার রাজনীতি এবং দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।