ব্যুরো নিউজ ৬ নভেম্বর : রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব কেনার জন্য বরাদ্দ টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে না গিয়ে চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। পূর্ব বর্ধমানের প্রায় ১৪টি স্কুলের প্রায় এক হাজার ছাত্রছাত্রী এমন সমস্যার মুখোমুখি হয়েছে। এই প্রকল্পে রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০ হাজার টাকা প্রদান করে, যাতে তারা পড়াশোনার জন্য প্রয়োজনীয় ট্যাব কিনতে পারে।
এই প্রথমবার ওলা স্কুটারে দুর্দান্ত ডিসকাউন্ট! হাতছাড়া করবেন না এই ডিল
শিক্ষার্থীরা টাকা না পাওয়ার অভিযোগ জানায়
স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য শিক্ষা দপ্তরে পাঠায়, যার ভিত্তিতে সরাসরি ওই টাকাগুলি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে জমা হওয়ার কথা। তবে সাইবার প্রতারণা বা ভুল তথ্য এন্ট্রির কারণে অনেকের টাকা চলে গিয়েছে ভুল অ্যাকাউন্টে।পূর্ব বর্ধমানের সিএমএস হাই স্কুলে ২৮ জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই সমস্যার উদ্ভব ঘটেছে। প্রধান শিক্ষক মিন্টু রায় জানান, শিক্ষার্থীরা টাকা না পাওয়ার অভিযোগ জানায়। পরে দেখা গিয়েছে, ওই টাকা চলে গিয়েছে এমন কিছু অ্যাকাউন্টে, যেগুলির সঙ্গে এই ছাত্রছাত্রীদের কোনও সম্পর্ক নেই। এই বিষয়ে তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এছাড়া, মহারানী অধিরানি বালিকা বিদ্যালয় এবং সাধুমতি বালিকা বিদ্যালয়েও এই সমস্যা ঘটেছে।শুধু পূর্ব বর্ধমান নয়, রাজ্যের আরও ১১টি জেলার স্কুলে প্রায় ২০ কোটি টাকার এমন স্থানান্তরের অভিযোগ এসেছে।
কোন দেশের মানুষ যৌনতায় সবচেয়ে বেশি সুখী!জানেন কি
জেলা বিদ্যালয় পরিদর্শক বৃন্দাবন মিত্র বলেন, “বিভিন্ন স্কুল থেকে অভিযোগ এসেছে, এবং বিষয়টি সাইবার শাখায় জানানো হয়েছে। তদন্ত চলছে, তবে এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না কতগুলো স্কুল বা কতজন শিক্ষার্থীর অ্যাকাউন্টে এ ধরনের ত্রুটি ঘটেছে। পোর্টাল হ্যাকিং বা ভুল ডেটা এন্ট্রির মাধ্যমে সাইবার প্রতারণা হতে পারে।”