
এবারের ভ্যালেন্টাইন’স ডে কাটান একটু অন্যরকম
লাবনী চৌধুরী, ৯ ফেব্রুয়ারি: আমাদের কাছে ভ্যালেন্টাইন’স ডে মানে, ভালোবাসার মানুষটিকে পছন্দসই উপহার দেওয়া, কোনও বড় রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া, সর্বোপরি দুজন-দুজনের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো। তবে ভ্যালেন্টাইন’স ডে ট্রেন্ডের জ্বালায় এখন স্বস্তি মেলা ভার। ওইদিন কোনও বড় রেস্টুরেন্টে ঢোকবার জন্য আগে থেকে করে রাখতে হয় টেবিল বুক। তবে তাতেও শান্তি আছে কি? খাওয়া শেষ হলেই ওঠবার তাড়া। পার্ক হোক বা লেকের