
ব্যাঙ্ক থেকে উধাও হত্তয়া লাখ লাখ টাকা ফেরত পেল উলুবেড়িয়া পুরসভা! কিন্তু কিভাবে?
পুস্পিতা বড়াল, ২১ মার্চ: আধিকারিকদের সই নকল করে এবং চেক জাল করে প্রতারকরা প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন উলুবেড়িয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে। ওই ব্যাঙ্ক উত্তরপ্রেদেশের বিভিন্ন জায়গা থেকে হাতিয়ে নেওয়া সেই টাকা সুদ সহ উলুবেড়িয়া পুরসভাকে ফেরত দিল গত বছর নভেম্বর মাসে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যাঙ্কের উলুবেড়িয়া পুরসভার অ্যাকাউন্টে জমা পড়েছে ওই টাকা। প্রচারে নেমে অধিরের গড় থেকেই