
আন্তর্জাতিক হকি ছাড়লেন ললিত উপাধ্যায়
ব্যুরো নিউজ ২৪ জুন: ভারতীয় হকির পরিচিত মুখ, দু’বারের অলিম্পিক পদকজয়ী ললিত কুমার উপাধ্যায় আন্তর্জাতিক হকি থেকে অবসরের ঘোষণা করেছেন। রবিবার বেলজিয়ামের বিরুদ্ধে এফআইএইচ প্রো লিগের শেষ ম্যাচের পরই ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড এই সিদ্ধান্ত নেন। তাঁর অবসরে ভারতীয় হকিতে এক দশকের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল। তাইওয়ান: ওয়ার্ল্ড মাস্টার্স গেমসে মেজর রোহিত কাদিয়ান চারটি পদক জিতলেন ললিত টোকিও ২০২০
 
				








 
								 
								 
								









 
								
 
								 
								







