
প্রকাশ্যে এলো Royal Enfield Goan Classic 350 মোটর বাইকের নজরকাড়া ডিজাইন সহ যাবতীয় খুঁটিনাটি তথ্য! আরও কী কী ফিচারস পাবেন?
ব্যুরো নিউজ, ১২ মে: অনেক আগে থেকেই জল্পনা চলছিল যে, Royal Enfield একটি 350cc ইঞ্জিনের জন্য কাজ চালাচ্ছে এবং আশা করা হচ্ছে এটিকে Goan Classic 350 বলা হবে। তবে সম্প্রতি কোম্পানির তরফে এই মডেলটির বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, যা থেকে মোটরসাইকেলের চূড়ান্ত ডিজাইন স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্রান্ডের ওয়েবসাইটে এই বাইকটির একটি কম-রেজোলিউশনের কালো এবং সাদা ছবি দেখা যাচ্ছে। যেখানে