
কাওয়াসাকি ভারতে আনতে চলেছে এই আইকনিক স্পোর্টস বাইকটি! ইঞ্জিন পাওয়ার দেখে হতবাক হবেন আপনি
ব্যুরো নিউজ, ১২ মে : Kawasaki ভারতে তার পণ্য লাইন আপ থেকে Ninja 400 স্পোর্টস বাইক বন্ধ করে দিয়েছে। এর আগেও অবশ্য কয়েকবার এই ব্র্যান্ড বেশ কয়েকটি বাইকের মডেল বন্ধ করেছে। Ninja 400 মডেলটি ভারতে 2018 সালে 4.69 লক্ষ টাকায় (এক্স-শোরুম, ভারত) চালু করা হয়েছিল। এই বাইকটিতে 399cc, লিকুইড-কুলড ইঞ্জিন ছিল। যেটি সর্বোচ্চ 44bhp হর্স পাওয়ার এবং 37Nm টর্ক পাওয়ার