
NASA-ISRO NISAR : দুর্যোগ মোকাবিলা ও কৃষি উন্নয়নে ইসরো-নাসার যৌথ উদ্যোগ, যুগান্তকারী ‘নিসার’ উপগ্রহের যাত্রা শুরু
ব্যুরো নিউজ ২য় আগস্ট ২০২৫ : ভারত ও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) এবং নাসা (NASA)-এর যৌথ উদ্যোগে নির্মিত প্রথম পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ‘NISAR’ (NASA-ISRO Synthetic Aperture Radar) বুধবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল ৫টা ৪০ মিনিটে ভারতের শক্তিশালী জিএসএলভি-এফ১৬ (GSLV-F16) রকেটের মাধ্যমে এই উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়। ঐতিহাসিক উৎক্ষেপণ এবং প্রযুক্তিগত সাফল্য