
INDI Alliance ; লোকসভার বর্ষা অধিবেশনে ইন্দিজোটের বিষয়সূচি নির্ণয়ে মমতার পর সোনিয়া গান্ধির উদ্যোগ
ব্যুরো নিউজ ০৩ জুলাই : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার বর্ষা অধিবেশনের আগে ইন্দিজোটকে একত্রিত করার উদ্যোগ নিচ্ছেন কংগ্রেস সংসদীয় দলের (CLP) চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। তৃণমূল কংগ্রেস (TMC)-এর পর আরজেডি, কংগ্রেস, সিপিআই এবং সিপিএম-এর সঙ্গে হাত মিলিয়েছে, ভোটার তালিকা শুদ্ধিকরণের আড়ালে একটি গোপন NRC ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছে। মোদি সরকারের এগারো বছরের শাসনেও দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কোনো