
প্রথম দিনেই মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস!
ব্যুরো নিউজ, ২ ফেব্রুয়ারি: মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস! আজ থেকে শুরু মাধ্যমিক। আর প্রথম দিনেই ফাঁস প্রশ্নপত্র। এতো নিরাপত্তা, আধুনিক ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে কিউ আর কোড ব্যবহার করেও প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে আটকানো যাচ্ছেনা। মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস! গাফিলতি কার? \ এযেনও বজ্র আঁটুনি, ফস্কা গেরো। স্বচ্ছভাবে মাধ্যমিক পরীক্ষা আয়োজন করতে মধ্যশিক্ষা পর্ষদ কতই না ফন্দী ফিকির চালু করেছে। পরীক্ষা হলে ছাত্র-ছাত্রিদের প্রবেশে ক্ষেত্রে
 
				
 
								 
								 
								









 
								
 
								 
								







