
মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু সুনিতার : কারা কারা আসছেন?
ব্যুরো নিউজ,১৮ মার্চ : গত বছর জুন মাসে আট দিনের মহাকাশ সফরের জন্য সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) গিয়েছিলেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের ফেরার সময় একাধিক বার পিছিয়ে যায়।অবশেষে ন’মাস পর পৃথিবীর পথে রওনা দিলেন তারা । স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে তারা পৃথিবী ফিরে আসার জন্য রওনা দেন। সুনীতা ও বুচের দীর্ঘ প্রত্যাশিত





























