
দুর্বল হচ্ছে ইন্ডিয়া জোট! বিরোধী জোটের বৈঠকে কেন থাকছেন না মমতা?
ব্যুরো নিউজ, ২৮ মে : বিজেপির ‘কণ্ঠ রোধ’ করতেই সকল বিজেপি বিরোধী দলগুলি একত্রিত হয়ে তৈরি হয় ইন্ডিয়া অ্যালাইন্স। তবে সেই বিরোধী জোটেই জোট শরিকদের মধ্যে একের পর ‘বিবাধ’ দেখা গিয়েছে। কখনও আসন রফা নিয়ে জোটের শরিকদের মধ্যে হয়েছে মনোমালিন্য। আবার কখনও সেই রোষ দেখা গিয়েছে প্রকাশ্যে। আর এদিকে ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ কে হবে তা নিয়ে তো প্রশ্ন চিহ্ন