
কী এমন ঘটলো হিঙ্গলগঞ্জে? যে বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট
লাবনী চৌধুরী, ১২ ফেব্রুয়ারি: সন্দেশখালির বর্ডার লাগোয়া অঞ্চল হিঙ্গলগঞ্জ। আর সেখানেই বন্ধ ইন্টারনেট পরিষেবা। কিন্তু, কী এমন ঘটলো হিঙ্গলগঞ্জে? সন্দেশখালির আঁচ হিঙ্গলগঞ্জে? মাসখানেক ধরেই উত্তপ্ত সন্দেশখালি। সন্দেশখালির প্রভাবশালী তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে ইডি অভিযান চালাতে এলে শুরু হয় ঘটনার সূত্রপাত। ইডি আধিকারিকদের মারধোর করে শাহজাহানের অনুগামীরা। এরপর থেকেই পলাতক সন্দেশখালির সম্রাট শাহজাহান। তবে ঘটনা এখনেই শেষ নয়। শাহজাহানের হদিশ না