
রায়বরেলি থেকে প্রার্থী রাহুল, খোঁচা দিতে ছাড়লেন না রুশ দাবাড়ু!
ব্যুরো নিউজ, ৪ মে : রায়বরেলি থেকে মনোনয়ন জমা দিতেই ট্রোলের শিকার রাহুল গান্ধী! গ্যাংস্টার সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারের মৃত্যু! কী জানাল মার্কিন পুলিশ? এবার আমেঠি নয় বরঞ্চ নিজের মা সোনিয়া গান্ধীর জায়গা অর্থাৎ রায়বরেলি থেকে লোকসভা লড়ার সিদ্ধান্ত নেন রাহুল। সেই মত মনোনয়নও জমা দেন। আর মনোনয়ন জমা দিতেই রাহুল গান্ধীরই একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা রণবীর সোরে।