ব্যুরো নিউজ, ৪ মে : রায়বরেলি থেকে মনোনয়ন জমা দিতেই ট্রোলের শিকার রাহুল গান্ধী!
গ্যাংস্টার সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারের মৃত্যু! কী জানাল মার্কিন পুলিশ?
এবার আমেঠি নয় বরঞ্চ নিজের মা সোনিয়া গান্ধীর জায়গা অর্থাৎ রায়বরেলি থেকে লোকসভা লড়ার সিদ্ধান্ত নেন রাহুল। সেই মত মনোনয়নও জমা দেন। আর মনোনয়ন জমা দিতেই রাহুল গান্ধীরই একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা রণবীর সোরে। সেই ভিডিওতে দেখা যায়, একজন তার হাতে ফোন দিয়েই সেই ফোন তার হাত থেকে পড়ে যায়। আর এই ভিডিওটি অভিনেতা রণবীর সোরে ট্যাগ করেন রাশিয়ান দাবাড়ু গ্য়ারি কাসপারোভকে।
Nice one, @Kasparov63, but can you handle this move? https://t.co/xrWFf3zLK9 pic.twitter.com/quuw4JGB43
— Ranvir Shorey (@RanvirShorey) May 3, 2024
Nice one, @Kasparov63, but can you handle this move? https://t.co/xrWFf3zLK9 pic.twitter.com/quuw4JGB43
— Ranvir Shorey (@RanvirShorey) May 3, 2024
এরপরে গতকাল রাতেই রুশ দাবাড়ু রাহুলকে খোঁচা দিয়ে বলেন, শীর্ষ স্থানীয়দের চ্যালেঞ্জ করার আগে আপনাকে প্রথমে রায়বরেলি থেকে জিততে হবে! আর তাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায়। এরপরে তিনি আরও একটি পোস্ট করে বলেন, তিনি মজা করেই সেকথা বলেছেন। ভারতের রাজনীতি নিয়ে নিজের কোনও মতামত জানাতে চাননি।