
মার্কেটে আসতে চলেছে বাজেট ফ্রেন্ডলি নতুন Bajaj Chetak ভেরিয়েন্ট! এক্স শোরুম মূল্য কত?
পুস্পিতা বড়াল, ২৪ মার্চ: বাজাজ অটোর এক্সিকিউটিভ ডিরেক্টর রাকেশ শর্মা দিন কয়েক আগেই জানিয়েছেন যে, বাজাজ তাদের চেতক পোর্টফোলিও তৈরি করার জন্য কাজ করছে। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাজাজ বর্তমানে চেতক ই-স্কুটার পোর্টফোলিও তৈরি করার দিকে মনোনিবেশ করছে যাতে এই মডেলটির আরও বেশি অংশ কভার করা যায়। ব্র্যান্ডটি আগামী কয়েক মাসের মধ্যে একটি নতুন মডেল চালু করার পরিকল্পনা করছে।’ ইডেন