Shuvendu Adhikari

ব্যুরো নিউজ, ২৩ মে : ২৩ মে বোমা ফাটানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মত ২৩ তারিখ সকাল ৯টার সময় তাঁর এক্স হ্যান্ডেলে নজরও রাখতে বলেন। আর যেমন বলা তেমন কাজ।

‘অনগ্রসর বিরোধী একটি সিস্টেম’, স্বীকারোক্তি রাহুলের। পাল্টা খোঁচা মোদীর

গরুপাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের সূত্র ধরে নাম আসে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেবের। আর সেই সূত্র ধরেই তদন্তকারী সংস্থা গরুপাচার মামলায় তাঁকে তলবও করে। কয়েক ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তবে এবিষয়ে দেব স্পষ্ট জানিয়েছেন যে, তিনি কারোর একটা টাকাও নেনেনি।

https://x.com/SuvenduWB/status/1793484795630223543?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1793484795630223543%7Ctwgr%5E662da4564c2134be17f7aabb0e83545e04598904%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fsuvendu-adhikari-on-dev-bjp-opposition-leader-suvendu-adhikari-accused-tmc-candidate-dev-adhikari-to-take-money-from-cow-smuggling-accused-enamul-hak-1069135.html

তবে এবার গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হকের ডায়রির পাতা সামনে আনলেন শুভেন্দু অধিকারী। ঠিক সকাল ৯ টা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। আর সেই পোস্টে লেখা, ‘দেবের কীর্তি’। আর তাঁর সঙ্গে যুক্ত করা হয়েছে  একটা ডায়রির পাতা। যেখানে ২৫ জানুয়ারি ২০১৭ তারিখের হিসাব বাবদ লেখা রয়েছে কাকে কত টাকা দেওয়া হয়েছে। সেখানেই রয়েছে দেবের নাম। এমনকি লেখা রয়েছে- দেবের মোবাইল- ৭২ হাজার টাকা, দেবের ঘড়ি- ৪ লক্ষ ৬০ হাজার টাকা, এরপর লেখা রয়েছে, ওলা ভাড়া- ৩ হাজার ২০০ টাকা ও ব্যাগ- ৪ হাজার ৫০০ টাকা। এছাড়াও আরও টাকার অঙ্কের উল্লেখ রয়েছে সেখানে।

BJP Helpline

এছাড়াও সঙ্গে আরও একটি তথ্য দিয়েছেন শুভেন্দু অধিকারী। যেখানে দেখা যাচ্ছে, আরণ্যক ট্রেডার্স নামে একটি অ্যাকাউন্টের উল্লেখ রয়েছে। ২০১৬ সালের ২৪ নভেম্বর ২৫ লক্ষ টাকা এরপর ২৫ নভেম্বর আরও ২৫ লক্ষ টাকা এই ভাবে ২ খাতে ৫০ লক্ষ টাকা ওই অ্যাকাউন্টে ঢুকেছে।

শুভেন্দুর অভিযোগ, গরু পাচারের টাকা আত্মসাৎ করেছে দেব। যদিও এর আগেই দেবকে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার একাধিক তথ্য-সহ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বোমা ফাটালেন তিনি।

তবে, শুভেন্দু অধিকারীর পোস্টের পাল্টা জবাব দিয়েছেন দেব। দেব নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এই তথ্য শুধু ইডি-সিবিআই আর হাইকোর্টের কাছে ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী তা কীভাবে পেল?

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর