ব্যুরো নিউজ,২৮ আগস্ট: একই দিনে তিন অভিযানের কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বন্ধের সমর্থনে মিছিল করেন তিনি। সেখানে একই দিনে রাজ্যের নবান্ন, লালবাজার এবং কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানের ঘোষণা করেন শুভেন্দু।
উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগের জট কাটল
আরও বড় কর্মসূচির ঘোষণা
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সদস্য সায়ন লাহিড়ীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে শুভেন্দু বলেন, ‘‘এই মূহূর্তে সায়নের পরিবার হাই কোর্টে। আমরা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে হাই কোর্টে গিয়েছি। সায়নের পরিবারের সঙ্গে আমরা আছি। কেন আটক, দেখাতে হবে। আমাদের ১৩২ জনকে গ্রেফতার করেছে।’’
হাইভোল্টেজ বুধবার!ঘাড়ে পতাকা, মুখে স্লোগান-মমতার পদত্যাগ, হেঁটে চলেছেন শুভেন্দু
এর পরেই তাঁর ঘোষণা, ‘‘প্রস্তুত থাকুন, এক দিনে তিনটি অভিযান হবে। কারা করবে, জেনে যাবেন। কবে করবে, জেনে যাবেন। নবান্ন, লালবাজার ও কালীঘাট অভিযান হবে এক দিনে। দফা এক দাবি এক মমতার পদত্যাগ। আমার বোনের রক্ত হবে নাকো ব্যর্থ।’’
প্রসঙ্গত, মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে যে নবান্ন অভিযান হয়েছিল, তার কথাও সবার আগে শোনা গিয়েছিল শুভেন্দুর মুখেই। বুধবার আরও বড় কর্মসূচির ঘোষণা করলেন তিনি।