বিরূপাক্ষ বিশ্বাসের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার

ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:আরজি কর কাণ্ডে বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সংগঠনের কেন্দ্রীয় শাখা জানিয়েছে রাজ্য শাখার সাসপেনশন আর বৈধ নয় কারণ রাজ্য শাখার এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। এর ফলে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের সাসপেনশন কার্যত অকার্যকর হয়ে গেল।

পার্থ চট্টোপাধ্যায়ের আদালতে আবেদনঃ “আমাকে জামিন দিন, আমি নির্দোষ”

নানা প্রশ্ন অমীমাংসিত


বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাস আরজি কর কাণ্ডে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি জুনিয়র চিকিৎসকদের হুমকি দিচ্ছেন এবং “থ্রেট কালচার”-কে উসকানি দিচ্ছেন। অভিযোগ ওঠে যে আরজি কর মেডিক্যাল কলেজে ৯ অগস্ট মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার দিন তিনি সেমিনার হলে উপস্থিত ছিলেন।আরও বিতর্ক সৃষ্টি হয় একটি ভাইরাল অডিও ক্লিপ নিয়ে যেখানে একজন শিক্ষার্থীকে হুমকি দিতে শোনা যায় যে নির্দেশ না মানলে তিনি সার্টিফিকেট পাবেন না। বিরূপাক্ষ বিশ্বাস দাবি করেছিলেন এই ক্লিপটি কৃত্রিম উপায়ে তৈরি এবং তা তার কণ্ঠস্বর নয়।

জর্জ সোরোস এবং রাহুল গান্ধীর মধ্যে গোপন আঁতাঁতের অভিযোগ বিজেপির

আইএমএর পশ্চিমবঙ্গ শাখা এবং অন্যান্য সিনিয়র চিকিৎসকরা অভিযোগ করেন বিরূপাক্ষ বিশ্বাস এবং সন্দীপ ঘোষ মিলে স্বাস্থ্য বিভাগে একটি প্রভাবশালী চক্র চালাচ্ছিলেন। এর পরিপ্রেক্ষিতে রাজ্য শাখা তাকে সাসপেন্ড করেছিল। তবে আইএমএর কেন্দ্রীয় শাখা জানিয়েছে রাজ্য শাখার সাসপেনশনের কোনও আইনি ভিত্তি নেই।এই সিদ্ধান্তে বিরূপাক্ষ বিশ্বাসের পেশাগত জীবন আবার স্বাভাবিক হওয়ার পথ খুলে গেল। তবে আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে ওঠা নানা প্রশ্ন এখনো অমীমাংসিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর