ব্যুরো নিউজ, ৬ মার্চ: টাইগার সাফারি করার অন্যঅম মূল আকর্ষণ উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান। সাফারিতে চেপে জঙ্গলের মধ্যে দিয়ে খুব কাছ থেকে বাঘ মামাকে দেখতে কতই না মজা। কিন্তু এবার বাঘেদের সুরক্ষার জন্যই জিম করবেটে টাইগার সাফারি বন্ধ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
দাঙ্গায় সরকারী সম্পত্তি নষ্ট হলে দিতে হবে মোটা ক্ষতিপূরণ
বাঘেদের সুরক্ষা দিতে এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। আজ, দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, অভয়ারণ্যের কোর এরিয়াগুলিতে জঙ্গল সাফারি বন্ধ করতে হবে। আর তা বাঘেদের ভালোর জন্যই। এমনকি বনভূমি ধ্বংস, অগুনতি ভাবে গাছ কাটা-সহ জঙ্গলের মধ্যে বেআইনি নির্মাণ নিয়ে উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াতকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে আদালত। এর পাশাপাশি সেই সময়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার কিষান চন্দকেও ভর্ৎসনা করেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এও বলে, ‘বাঘ ছাড়া জঙ্গল বাঁচবে না, তাই জঙ্গলকে বাঁচাতে হলে বাঘ সংরক্ষণ করতে হবে।’
অভিযোগ, প্রশাসনকে তোয়াক্কা না করেই বিভিন্ন পর্যটন সংস্থা সাফারি করাচ্ছে। আর তার কারনে অসুবিধায় পড়ছে বন্যপ্রাণী, জীব-জন্তুরা। এমনকি এও অভিযোগ, কিছু কিছু সংস্থা পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই সাফারি করাচ্ছে।