ব্যুরো নিউজ ১৬ মে: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য এল এক বড় স্বস্তির খবর। বহুদিন ধরেই মহার্ঘভাতা (ডিএ) সংক্রান্ত মামলা চলছিল আদালতে। সেই বিতর্কিত ইস্যুতে অবশেষে হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবার (১৬ মে), সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, আপাতত রাজ্য সরকারকে ২৫ শতাংশ হারে মহার্ঘভাতা দিতে হবে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের।
এই নির্দেশ জারি করেছেন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ। তাঁরা জানিয়েছেন, চার সপ্তাহের মধ্যে সমস্ত কর্মচারীকে এই ২৫ শতাংশ ডিএ প্রদান করতে হবে। আদালতের এই নির্দেশে কর্মচারীদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। রাজ্য সরকারের তরফে কী প্রতিক্রিয়া দেওয়া হয়, এখন সেদিকে নজর থাকবে সকলের।
পরবর্তী শুনানি অগস্টে
উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ দাবির জন্য আন্দোলন চালিয়ে আসছিলেন। আদালতের দ্বারস্থও হন তারা। সেই মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলার পরবর্তী শুনানি হবে ২০২৫ সালের অগস্ট মাসে। তবে তার আগে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ২৫ শতাংশ মহার্ঘভাতা দেওয়া হোক। বিচারপতিরা বলেছেন, ‘‘চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কর্মচারীদের কিছুটা স্বস্তি দেওয়া প্রয়োজন। তাই আপাতত এই নির্দেশ।’’
দিঘার জগন্নাথধাম বিতর্কে মমতার গর্জন: ‘‘হিংসের ওষুধ হয় না!’’
এই রায়ের ফলে রাজ্য সরকারের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হতে পারে, কারণ লক্ষাধিক কর্মচারী রয়েছেন রাজ্যে। তবে কর্মচারী মহলে এই রায়কে ‘আশার আলো’ বলেই মনে করা হচ্ছে। তাঁদের মতে, সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রমাণ করে, আদালত তাঁদের ন্যায্য দাবিকে গুরুত্ব দিচ্ছে। সবমিলিয়ে, এই রায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিল বলেই মত অনেকের। এখন দেখার, রাজ্য সরকার কীভাবে এই নির্দেশ বাস্তবায়ন করে এবং আগামী অগস্টে আদালতে কী রায় উঠে আসে।