ব্যুরো নিউজ, ১৭ ফেব্রুয়ারি: ছোট মেয়েটি শিশু শিল্পী হিসাবে নজর কেড়ে ছিল আমির খানের দঙ্গল সিনেমায়। সিনেমার পর্দায় তাকে ববিতা নামেই ডাকতে শোনা যায়। তবে রিয়াল লাইফে নাম সুহানি ভটনাগর।
চিড়িয়াখানা, সাফারি প্লাস্টিক মুক্ত হবে?
আমির খানের দঙ্গল সিনেমায় ববিতা ফোগাতের ছোটবেলার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে ছিলেন সুহানি। কিন্তু হঠাৎই আসে তার মৃত্যুর খবর। মাত্র ১৯ বছর বয়সেই পথ চলা শেষ করে আমাদের বিদায় জানাল সুহানি ভটনাগর।
জানা গিয়েছে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্যই মৃত্যু হয়েছে তার। জানা যাচ্ছে, মারাত্মক দুর্ঘটনায় পায়ে ফ্যাকচার হয় সুহানির। দিল্লির এআইএমস-এ চিকিৎসা চলছিল সুহানির। চিকিৎসায় যে ওযুধ চিকিৎসক দিয়েছিলেন সেটা খাওয়ার পরেই শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। ধীরে ধীরে পুরো শরীরে ফ্লুইড ছড়িয়ে পড়ে। জানা যায় এর জেরেই সুহানির মৃত্যু হয়।
সুহানির ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে অভিনয় জগতে আবার কাজ করা। আমির খানের সঙ্গে দঙ্গল সিনেমায় অভিনয়ের পর একটা ব্রেক নিয়েছিলেন। সেই সময়টা পড়াশোনাই করতে চেয়েছিলেন সুহানি। এরপর আবার টিভি স্ক্রিনে ফেরার স্বপ্ন। কিন্তু তা আর হলো কৈ?
তার অকাল প্রয়ানে শোকস্তব্ধ তার পরিবার। এক উঠতি ট্যালেন্টকে আমরা অকালেই হারিয়ে ফেললাম। ইভিএম নিউজ