
১৯-এই সব শেষ | আমির খানের রিল কন্যার মৃত্যু
ব্যুরো নিউজ, ১৭ ফেব্রুয়ারি: ছোট মেয়েটি শিশু শিল্পী হিসাবে নজর কেড়ে ছিল আমির খানের দঙ্গল সিনেমায়। সিনেমার পর্দায় তাকে ববিতা নামেই ডাকতে শোনা যায়। তবে রিয়াল লাইফে নাম সুহানি ভটনাগর। চিড়িয়াখানা, সাফারি প্লাস্টিক মুক্ত হবে? আমির খানের দঙ্গল সিনেমায় ববিতা ফোগাতের ছোটবেলার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে ছিলেন সুহানি। কিন্তু হঠাৎই আসে তার মৃত্যুর খবর। মাত্র ১৯ বছর বয়সেই পথ চলা