সুদীপ্তা

ব্যুরো নিউজ, ২১ অক্টোবর :রাজ্যের মহিলাদেরকে অসম্মান করা, অপমানিত করা তাদের ওপর অত্যাচার খুন ধর্ষণ করার যেন সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে।৯ আগস্ট ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের উত্তাল ছিল গোটা রাজ্য। আর সেই ঘটনা নিয়ে কেটে গেল প্রায় দুমাস। তাও যেন এখন কমেনি প্রতিবাদের মিছিল। এই সমাজে কোথাও না কোথাও প্রত্যেকটা মেয়েকে নির্যাতিত বা ট্রোলের শিকার হতেই হচ্ছে।

শ্রেয়া ঘোষালের প্রতিবাদী সুরঃ কলকাতায় নতুন গানেই উঠে এল আরজি কর কাণ্ড

কি বলেন সুদীপ্তা জবাবে

প্রতিবাদের মিছিলে নামতে দেখেছিলাম অভিনেত্রী সুদীপ্তা চট্টোপাধ্যায়কে। আর সেই সুদীপ তাই এখন যেন ট্রোলের শিকার হলেন। বেশ কিছুদিন আগে তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন কেমন লাগল আজকের পর্ব? আগামীকাল আবার আসছি ঠিক বিকেল পাঁচটায়। এটি একটি কালার্স বাংলার রিয়েলিটি শো ‘রান্নাঘরের গল্পো’ । এই পোস্টটি করতে তাকে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী এক নেটিজেন লেখেন ‘ঠিক কাজ ই নিয়েছেন। বাড়িওয়ালী সিনেমার তো রান্নার কাজই করতেন এখান থেকেই হাতে খড়ি।’

১৯ ঘণ্টার তল্লাশি পর নদীতে তলিয়ে যাওয়া শিশুর দেহ উদ্ধার

আর এর পরেই তাকে পাল্টা জবাব দিলেন প্রতিবাদী সুদীপ্তা চট্টোপাধ্যায়।তিনি লিখেছেন ‘একটু ভুল হয়ে গেল যে বাড়িওয়ালী সিনেমার রান্নার কাজ করিনি অভিনয় করেছি একটি চরিত্রে। যে অভিনয় এর জন্য সেই বছরে সারা ভারতের সমস্ত ছবি অভিনেত্রীদের মধ্যে আমাকে সেরা নির্বাচন করা হয় এবং সেই পুরস্কার হাতে তুলে দেন ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, আমার অভিনয়ে হাতে খড়ি অনেক আগে সেই নিয়েই বিস্তারের আর গেলাম না। আর এই শুয়ে আমি রান্না করছি না সর সঞ্চালনা করছি মাত্র। আবার বলি রান্নাঘর করা অত্যন্ত কঠিন একটা কাজ আর ভালো রান্না করা আরো কঠিন। তাই হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে ফেলে এই কঠিন কাজটাকে সামান্য করে দিতে কোন অশিক্ষিত লোকই পারবে না আপনিও না। আপনি রান্না করতে পারেন কিনা জানা নেই তবে লেখা পড়ে মনে হচ্ছে পারেন না পারলে রান্নাকে সম্মানের চোখে দেখতেন। বাড়িতে যে বাজারা রান্না করে দেন বলে দু’মুঠো খেতে পান তাদের প্রতি শ্রদ্ধাশীল হন দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘ডানা’র আগমন আতঙ্ক বাংলায়

তারই প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীরা তাকে এই বিষয়টিকে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর