ব্যুরো নিউজ, ১ অক্টোবর :পুজোর ঠিক আগে মন খারাপের এক দুঃসংবাদে ভেঙে পড়েছে বাংলা চলচ্চিত্রের প্রিয় মুখ শুভদ্রা মুখোপাধ্যায়ের পরিবার। আচমকাই প্রয়াত হয়েছেন তার স্বামী ফিরোজ। যা সবাইকে স্তব্ধ করে দিয়েছে। তাদের দুই সন্তান—একটি ছেলে যে বাইরে থাকেন, এবং একটি ছোট মেয়ে। রবিবারের মতোই সেদিনের শুরু হয়েছিল।
ভাগীরথী নদীর প্লাবনে ক্ষতিগ্রস্ত চাষিরা
স্বামী হারানোর শোক শুভদ্রার
রবিবার রাতে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন ফিরোজ। সোমবার সকালে সকলের সঙ্গে হাসিমুখে কথাও বলেন। কিন্তু হঠাৎই ঘটে গেল এক বিভিষিকাময় ঘটনা। বাড়িতে স্ট্রোক হওয়ায় তিনি মুহূর্তেই প্রয়াত হন। এই দুঃসংবাদের পর শুভদ্রা গভীর শোকের মধ্যে রয়েছেন এবং কথাও বলতে পারছেন না, যা টলিপাড়ার অন্দরে খবরের ঝড় তুলেছে।
গোয়ায় দাবানল এ পুড়ছে অরণ্য ক্ষতি বিশেষ হয়নি দাবি প্রশাসনের
বাংলা সিনেমা ও সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ শুভদ্রা। যাকে সাধারণত হাসিখুশি এবং স্পষ্টবাদী হিসেবে দেখা যায়। পুজোর আগে এমন একটি ঘটনা সবাইকে হতাশ করেছে। ফিরোজ ছিলেন আমদাবাদের একজন ব্যবসায়ী। যিনি কর্মসূত্রে কলকাতার বাইরেই থাকতেন। শনিবার তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য কলকাতায় এসেছিলেন। রবিবার সবার সঙ্গে আনন্দে সময় কাটিয়েছিলেন।
জুনিয়র চিকিৎসকদের ফের পূর্ণ কর্মবিরতি,নিরাপত্তার দাবিতে প্রতিবাদ
সোমবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শুভদ্রা অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও পরিচিত। তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে পরে দলত্যাগ করে বেরিয়ে আসেন।
শোক সংবাদ ছড়িয়ে পড়তেই টলিপাড়ার অনেকেই শুভদ্রার পাশে দাঁড়াতে গেছেন। শুভদ্রা এবং তার পরিবারের জন্য এই মুহূর্তটি অত্যন্ত দুঃখজনক এবং তিনি সকলের সমর্থন ও ভালোবাসা প্রার্থনা করছেন।