পুরস্কার ফেরাল সংগীত পরিচালক শুভদীপ গুহ

ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর :সুদীপ্তা চক্রবর্তী, পরিচালক চন্দন সেন এরপর এবার রাজ্য সরকারের দেওয়া নাট্য একাডেমির শম্ভু পুরস্কার ফিরিয়ে দিলেন সংগীত পরিচালক শুভদীপ গুহ। কাঞ্চন মল্লিকের আপত্তিকর বক্তব্যের পরেই ওই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শুভদীপ গুহ।

থানায় বসে ছিনতাইকারি পুলিশ, ব্যবসায়ী অবাক

কাঞ্চনের বিরুদ্ধে আবার প্রতিবাদ

বিনা টিকিটে যাত্রীদের থেকে ২০ দিনে ১ কোটি টাকা

হুগলির উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক আরজি কর হাসপাতালের ঘটনায় ডাক্তারদের প্রতিবাদের বিরোধিতা করে আপত্তিকর মন্তব্য করেছিল। তার বক্তব্য ডাক্তাররা কাজ করছেন না কিন্তু বোনাস বেতন নেবেন তো। যারা পুরস্কার নিয়েছেন রাজ্য সরকারের থেকে তারা ফেরত দেবেন তো ।এই মন্তব্যের পরেই পুষে ওঠে রাজ্যের সংস্কৃতিবাদ মানুষেরা। সেই সময়ই হিড়িক পড়ে যায় রাজ্যের দেওয়া বিভিন্ন পুরস্কার ফেরত দেওয়ার বিষয়। বেশ কিছু বাংলা নাটকের ও চলচ্চিত্রে সংগীত পরিচালনার কাজ করেছেন শুভদীপ। ২০২৩ সালে শম্ভু মিত্র পুরস্কার দেওয়া হয় তাকে। তিনি বলেন আর জি করের অসামাজিক ঘটনার প্রতিবাদে যেভাবে রাজ্যের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে ও প্রতিবাদ  জানাচ্ছেন তাই আমিও সেই প্রতিবাদে সামিল হয়ে পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। সমাজকে কলস মুক্ত করা যাবে বলেই তার আশা। তাছাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক যেভাবে পুরস্কার প্রাপকদের অপমান করে কথা বলেছেন তারপর আর পুরস্কার ঘরে রাখা ঠিক হবে না। তাই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম ওই পুরস্কার।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর