student-death-snake-bite-school

ব্যুরো নিউজ, ৩ অক্টোবর :কাটোয়ার কোসিগ্রামে একটি স্কুলের সাপে কামড়ানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃত ছাত্রের নাম ইন্দ্রজিৎ মাজি, যিনি পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন। পরিবার এবং স্থানীয় সূত্রে অভিযোগ করা হচ্ছে, স্কুলের মধ্যেই ইন্দ্রজিতকে সাপে কামড়েছিল। তিনি শিক্ষকদের বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু তারা সঠিকভাবে পদক্ষেপ নেননি। শিক্ষক শুধুমাত্র ক্ষতস্থানে ডেটল লাগিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

জুনিয়র ডাক্তারদের সুপ্রিম কোর্টকে হুঁশিয়ারিঃ আমাদের স্বর দমিয়ে রাখা যাবে না

গাফিলতির অভিযোগ পরিবারে

পিংক ফ্লয়েডের গানের স্বত্ব সনি মিউজিকের কাছে বিক্রি হোল ৪০ কোটি ডলারের চুক্তিতে

বাড়িতে ফিরে আসার পর, ইন্দ্রজিৎ টিউশন পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ইন্দ্রজিতের মা বলেন, ‘বাড়িতে এসে আমার ছেলে কথাও বলতে পারছিল না। স্কুলে বারবার স্যারকে জানিয়েছিল, কিন্তু কেউ সঠিকভাবে শুনেনি।’

স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন, বলেন, ‘আমি কিছুই জানি না। যদি কিছু ঘটতো, তবে জানার জন্য শিক্ষকরা আমাকে অবগত করতো।’

ধোনির সঙ্গে সাক্ষাৎ করতে ১,২০০ কিমি সাইকেল চালালেন যুবক

এদিকে, ইন্দ্রজিতের মৃত্যুতে স্কুলের গাফিলতি নিয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে। তারা দাবি করছেন, সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে এই অকাল মৃত্যু ঘটেছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর