কলকাতা পুলিশ

ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :কালীপুজো উপলক্ষে নিষিদ্ধ বাজি ফাটানো এবং শব্দ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত শহরে নিষিদ্ধ বাজি ফাটানো অভব্য আচরণের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ বাজির জন্য গ্রেফতার হয়েছেন ৭ জন অভব্য আচরণের কারণে ধরা হয়েছে আরও ২৬ জনকে। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ বাজির কারণে এখনও কোনও বাজেয়াপ্তের ঘটনা ঘটেনি, তবে কঠোর নজরদারি চলছে।

উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণঃ আমেরিকার নিরাপত্তা সংকট?

গ্রেফতার করল ৩৩ জনকে

৭৩ বছরে উষ্ণতম অক্টোবর দিল্লি বাংলায় পারদ ওঠানামা, শীত দূরে

প্রতি বছর কালীপুজো এবং দীপাবলির সময়ে শহরের আনাচে-কানাচে বাড়তি নিরাপত্তা এবং নজরদারি চালায় কলকাতা পুলিশ। নিষিদ্ধ বাজির কারণে রোগী ও বয়স্কদের যেন কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য বিভিন্ন হাসপাতালের আশপাশেও নজরদারি বাড়ানো হয়েছে। আবাসনগুলির পাশেও টহল দিয়ে পুলিশ সতর্ক থাকছে। যাতে নিষিদ্ধ বাজির আওয়াজ শিশু ও প্রবীণদের কোনও সমস্যা না সৃষ্টি করে। অতীতে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে নিষিদ্ধ বাজির কারণে আবাসন এলাকায় বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যা থেকে রক্ষা পেতেই এই পদক্ষেপ।

নতুন চেহারায় ফিরছেন বনি-কৌশানি, আসছে ‘কলকাতায় কেলেঙ্কারি’!

এই বছরেও ২১ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে কলকাতা পুলিশ অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে । যা প্রায় ৪,০০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা নিজে বাজি বাজার পরিদর্শন করেন এবং জানিয়েছিলেন, কালীপুজোতে নিষিদ্ধ বাজির তাণ্ডব বন্ধে অভিযান আরও জোরদার হবে। বিশেষত শহরের বিভিন্ন বহুতল এবং মণ্ডপে শব্দ নিয়ন্ত্রণের উপর কড়া নজর রাখার কথা বলেছিলেন তিনি। যদি কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

এছাড়াও, কালীপুজোর মণ্ডপগুলিতে মাইক এবং সাউন্ড বক্সের ব্যবহারে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলে সর্বোচ্চ শব্দসীমা ৭৫ ডেসিবেল, বাজার এলাকায় ৬৫ ডেসিবেল এবং আবাসিক এলাকায় ৫৫ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। হাসপাতালের নিকটবর্তী এলাকাগুলি সবসময় ‘সায়লেন্স জ়োন’ হিসেবে ধরা হবে, যেখানে দিনের বেলায় শব্দের মাত্রা ৫০ ডেসিবেলের মধ্যে রাখা বাধ্যতামূলক। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্পাঞ্চল, বাজার এবং আবাসিক এলাকার শব্দসীমাও যথাক্রমে ৭০, ৫৫ এবং ৪৫ ডেসিবেলে বেঁধে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর