ব্যুরো নিউজ, ১৬ মে : সপ্তাআন্তে বন্ধ থাকে শেয়ার বাজার। তবে আগামী ১৮ মে শনিবার বিশেষ ট্রেডিং সেশন রেখেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ। সম্প্রতি দেশে যুদ্ধ আবহে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটেছে শেয়ার বাজারে। এই পরিস্থিতি মোকাবিলা করতে কতটা প্রস্তুত এক্সচেঞ্জ, তার মূল্যায়ন করা হবে এই বিশেষ ট্রেডিং সেশনে। আর সে জন্য আগামী ১৮ মে শনিবারও খোলা থাকবে শেয়ার মার্কেট।
রাজা চার্লস-এর প্রতিকৃতি ঘিরে বিতর্ক! দৈত্যের সঙে তুলনা!
তবে এর আগেও সপ্তাআন্তে শনিবার খোলা ছিল শেয়ার বাজার। চলতি বছরের ২ মার্চ এরকমই বিশেষ ট্রেডিং সেশন ছিল। সেখানে কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটলে যাতে খুব দ্রুত মোকাবিলা করা যায়, সে জন্য শেয়ার বাজারের পরিকাঠামো প্রস্তুত করতেই এই অনুশীলন করা হয়।
১৮ মে শনিবারের বিশেষ অধিবেশনের সূচি– প্রাইমারি সেশন (ক্যাশ মার্কেট)-
মর্নিং ব্লক ডিল উইন্ডো: সকাল ৮ টা ৪৫ থেকে ৯টা
প্রিওপেন সেশন: সকাল ৯টা থেকে ৯টা ৮ মিনিট
নর্মাল ট্রেডিং: সকাল ৯টা ১৫ থেকে ১০টা
ব্রেক: সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট
সেকেন্ড সেশন (ডিজাস্টার রিকভারি সাইট)-
প্রি-ওপেন সেশন: সকাল ১১টা ১৫ থেকে ১১টা বেজে ২৩ মিনিট
নর্মাল ট্রেডিং: সকাল ১১টা ৩০ থেকে ১২টা ৩০ মিনিট
পোস্ট-ক্লোজ অর্ডার মডিফিকেশন: বেলা ১টা পর্যন্ত
ফিউচার এবং অপশন সেগমেন্ট-
ইনিশিয়াল সেশন (প্রাইমারি সাইট): সকাল ৯টা ১৫ থেকে ১০টা
সেকেন্ড সেশন (ডিজাস্টার রেসপন্স সাইট): সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট
b