ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:বড় বাজেট ও তারকার সমাবেশ মানেই ছবি সফল—এই ধারণা ক্রমশ ভ্রান্ত প্রমাণিত হচ্ছে। সাম্প্রতিক সময়ের একাধিক বড় তারকাখচিত ছবি বাণিজ্যিকভাবে ব্যর্থ হওয়ায় এ নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে অভিনেত্রী বিদ্যা বালন বলেন, সব ছবিকে একই গোত্রে ফেলা ঠিক নয়। আমরা এটি নিশ্চিতভাবে বলতে পারি না যে তারকাখচিত ছবি মানেই ব্যর্থ। অনেক বড় তারকার ছবি সফলতাও পেয়েছে। উদাহরণ হিসেবে ‘স্ত্রী ২’, ‘সিংহম এগেইন’, এবং ‘ভুল ভুলাইয়া ৩’-এর কথা উল্লেখ করেন তিনি।
অনুব্রত মণ্ডলের ক্ষমতা কি এবার শেষ হতে চলেছে? বীরভূমে তৃণমূলের নতুন সমীকরণে প্রশ্নচিহ্ন
বিদ্যা আরও বলেন, প্রত্যেক ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে। তবে ছবি যদি ভাল হয়, তাহলে তা সফল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। ছবি ব্যর্থ হলে আমরা কেবল তারকা বা বাজেটকে দায়ী করি, কিন্তু ডিস্ট্রিবিউশনের (ছবি বিতরণ) ত্রুটিগুলো নিয়ে কথা বলি না। অনেক সময় ভাল ছবি ঠিকমতো দর্শকের কাছে পৌঁছায় না।
পুরনো ছবি ফের মুক্তির প্রতি ইতিবাচক মনোভাব
রাজ্যে আবহাওয়ার পূর্বাভাসঃ কোথায় কুয়াশা, কোথায় ঠান্ডা?
বর্তমানে পুরনো ছবি আবার প্রেক্ষাগৃহে মুক্তির যে ধারা শুরু হয়েছে, তা নিয়ে বিদ্যার প্রতিক্রিয়া ইতিবাচক। তিনি বলেন, এই উদ্যোগ মানুষকে আবার প্রেক্ষাগৃহমুখী করছে। আমাদের ছবি হলে গিয়ে দেখার অভ্যাস হারিয়ে যাচ্ছে। প্রিয় ছবি আবার হলে এলে দর্শক প্রেক্ষাগৃহে যেতে উৎসাহ পাবে।বিদ্যা নিজের অভিনীত ‘কহানি’ ছবির কথা উল্লেখ করে জানান, এটি তাঁর ক্যারিয়ারের মাইলফলক এবং তিনি চান এই ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাক। বিদ্যার মতে, এই ছবিটি দেখার কোনো নির্দিষ্ট সময় নেই, এটি সবসময়ই প্রাসঙ্গিক।বিদ্যার মতামত অনুযায়ী, ছবি সফলতার জন্য ভালো কাহিনি, সঠিক নির্মাণশৈলী এবং সুষ্ঠু ডিস্ট্রিবিউশন অত্যন্ত জরুরি। শুধু তারকা বা বাজেট দিয়ে দর্শকের মন জয় করা সম্ভব নয়।