srijit-mukherjee-succeeds-during-puja-release

ব্যুরো নিউজ,৪ অক্টোবর:পুজোর সময়ে ছবির মুক্তির আগে সৃজিত মুখোপাধ্যায় আবারও সকলকে টেক্কা দিলেন। সত্যজিৎ রায় ছাড়া, তিনি দ্বিতীয় পরিচালক যিনি আইডিবিএম-এর সবচেয়ে বেশি রেটিং পাওয়া ২৫০টি ভারতীয় ছবির তালিকায় নিজের ছবি স্থান পেয়েছে। এই তালিকায় সৃজিতের নাম থাকায় বাঙালির আবেগও জড়িয়ে আছে।

থাইল্যান্ডে সমকামী বিয়ের অনুমোদনঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ!

তালিকায় কোন কোন সৃষ্টি রয়েছে?

সৃজিতের ছবির নাম ‘বাইশে শ্রাবণ’, যা সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘অপু ট্রিলজি’ এবং আরও কিছু বিখ্যাত ছবির সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে রয়েছে। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’, ‘অপুর সংসার’, ‘জলসাঘর’, এবং ‘চারুলতা’ এই তালিকায় রয়েছে। সৃজিত নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই সাফল্যের খবর শেয়ার করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের।পুজোর মৌসুমে সৃজিতের নতুন ছবি ‘টেক্কা’ মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিতে দেব, রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায় মুখ্য ভূমিকায় থাকবেন। স্বস্তিকা একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন, আর রুক্মিণী পুলিশ অফিসার। দেবের চরিত্রে বিশেষ চমক রয়েছে। ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং এটি আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে।

উত্তরাখণ্ডে সাইবার হামলাঃ সরকারি পরিষেবা অচল!

এছাড়াও, একই দিনে আরও দুটি পুজোর ছবি মুক্তি পাচ্ছে। একটির নাম ‘শাস্ত্রী’, যেখানে ১৬ বছর পর জুটি বেঁধে ফিরছেন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়। এতে সোহম চক্রবর্তী প্রযোজক হিসেবে কাজ করছেন।আরেকটি ছবির নাম ‘বহুরূপী’, যা ৯০-এর দশকে ঘটে যাওয়া একটি বড় ব্যাঙ্ক ডাকাতির গল্প নিয়ে। এই ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তীর মতো অভিনয়শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন।সৃজিতের সাফল্য এবং পুজোর নতুন ছবিগুলোর জন্য সিনেমাপ্রেমীরা অপেক্ষা করছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর