ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:সৃজিত মুখোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি আর ‘ফেলুদা’ করবেন না। পরিচালক তার নতুন ওয়েব সিরিজ় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর প্রচার ঝলক মুক্তির দিন এই ঘোষণা দেন। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন সৃজিত এই সিদ্ধান্ত নিলেন? পরিচালক জানিয়েছেন সিরিজ়ের শুটিং করতে গিয়ে কাশ্মীরের মতো বড় জায়গায় কাজ করার অভিজ্ঞতা তাকে বুঝিয়ে দিয়েছে যে ভবিষ্যতে ‘ফেলুদা’কে আরও বড় পরিসরে তুলে ধরতে হবে। কিন্তু তা না হলে তিনি আর এই চরিত্রে কাজ করবেন না। সৃজিতের এই সিদ্ধান্তে ‘ফেলুদা’ অনুরাগীদের মনে দুঃখের ছায়া পড়েছে।
সঙ্গমের সময়ের শব্দ আপনার বিরক্তির উদ্রেক করে? হতে পারে আপনি এই রোগে আক্রান্ত
দুঃখের ছায়া
এদিকে টোটা রায়চৌধুরী, যিনি পর্দায় ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করেছেন, তার এই সিদ্ধান্তে ভীষণ মনখারাপ।একটি সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সৃজিত যখন প্রথম তাকে ‘ফেলুদা’ চরিত্রে ডাকেন তখন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তার কোনও কাজ ছিল না। টলিউড থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা ভাবছিলেন। তখনই সৃজিত তাকে সুযোগ দেন। সেই সুযোগে আবার সৃজিতের জন্য কলকাতায় থেকে কাজ করতে শুরু করেন। এরপর যে সৃজিতের পরিচালনায় ‘ফেলুদা’ চরিত্র এত জনপ্রিয়তা পেয়েছে, সেটা ভেবেই তিনি আরও কিছু সিরিজ়ে ‘ফেলুদা’ হওয়ার আশা করেছিলেন। তবে সৃজিতের এই ঘোষণায় টোটার মনে কিছুটা শূন্যতার সৃষ্টি হয়েছে।
চুল পড়া, খুশকি এবং রুক্ষতার সমস্যায় ভুগছেন ?পেঁয়াজের তেল বানিয়ে চুলের যত্ন নিন, দূর হবে সব সমস্যা
এ প্রসঙ্গে টোটা আরও জানান, তিনি সৃজিতকে অনুরোধ করেছিলেন যেন তিনি এই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন, কিন্তু সৃজিত তার যুক্তি শুনিয়ে তাকে বোঝাতে সক্ষম হন। সৃজিত জানিয়েছেন যে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজটি বাজেটের বাইরে গিয়ে তৈরি হয়েছে এবং এর থেকে বড় কোনো কাজ করার ক্ষেত্রে প্রযোজকদের উপরে চাপ তৈরি হবে যা তিনি চান না।এই ঘোষণার পর, টোটা জানিয়ে দেন, সৃজিতের এই পদক্ষেপের মানে হলো, ভবিষ্যতে ‘ফেলুদা’ চরিত্র কেবল বড় পর্দাতেই দেখা যাবে, যেটি একমাত্র পরিচালনা করবেন সন্দীপ রায়। অভিনেতা আরও জানিয়েছেন, সৃজিতের সিদ্ধান্তের পর তিনি আর কোনোভাবে ‘ফেলুদা’ চরিত্রে অভিনয়ের কথা ভাবতে পারছেন না এবং প্রথমবারের মতো তার অনুভূতি প্রকাশ করেছেন।