ব্যুরো নিউজ, ৬ ডিসেম্বর : মহাকুম্ভ মেলা উপলক্ষে এবার রেল শুরু করেছে বড়সড় উদ্যোগ। মেলার প্রাঙ্গণ থেকে ৪ কিলোমিটার দূরে গড়ে তোলা হচ্ছে বিশেষ টেন্টসিটি, যেখানে পুণ্যার্থীরা থাকার সুবিধা পাবেন। এই উদ্যোগের তত্বাবধান করছে আইআরসিটিসি, একটি রেল কর্পোরেট সংস্থা। বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষ এই উদ্যোগের বিস্তারিত ঘোষণা করেছেন।
আরব সাগরে ভারত-পাকিস্তান উভয়ের সহযোগিতায় রক্ষা পেল ১২ জন নাবিক
কলকাতা স্টেশন থেকে শুরু হয়ে এই সব ট্রেন
জানা গেছে, এলাহাবাদে ২৫ একর জমিতে অস্থায়ী শিবির তৈরি করা হবে, যেখানে দুই ধরনের তাঁবু কক্ষ থাকবে—ডিলাক্স ও প্রিমিয়াম ক্লাস। এর ভাড়া হবে যথাক্রমে ১২ হাজার ও ১৮ হাজার টাকা প্রতিদিন। ১০ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই টেন্টগুলির ভাড়া নেওয়া যাবে। এই টেন্টসিটি থেকে মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে।এছাড়া, ‘মহাকুম্ভ পুণ্যক্ষেত্র’ নামে এক তীর্থভ্রমণের প্যাকেজও চালু করেছে আইআরসিটিসি। এই প্যাকেজের মাধ্যমে প্রথমবারের মতো ট্রেনে যাওয়া যাবে মহাকুম্ভে। ১৮ ফেব্রুয়ারি থেকে পাঁচ রাত, ছ’দিনের ভ্রমণ প্যাকেজে বেনারস, অযোধ্যা এবং মহাকুম্ভে স্নান করার সুযোগ থাকবে। কলকাতা স্টেশন থেকে শুরু হয়ে এই ট্রেন বেনারস, অযোধ্যা ও কুম্ভনগরীতে যাবে।
‘পুষ্পা: দ্য রাইজ়’ প্রথম দিনেই বক্স অফিসে বিশ্বজুড়ে রেকর্ড আয়
এই বিশেষ ট্রেনে থ্রি এসি এবং স্লিপার ক্লাস থাকবে, এবং ৭৮০ জন তীর্থযাত্রী ভ্রমণ করতে পারবেন। বেনারস ও অযোধ্যায় হোটেলে থাকার ব্যবস্থা করা হবে, তবে কুম্ভনগরীতে ভ্রমণকারীরা থাকবে টেন্টসিটিতে। প্যাকেজে সাত্বিক খাবার, দেব দর্শন, সাইট সিন এবং অন্যান্য সুবিধা থাকবে।প্যাকেজের দুটি শ্রেণি—ইকনোমি ক্লাস ও স্ট্যান্ডার্ড ক্লাস, যার খরচ যথাক্রমে ১৯,১০০ টাকা ও ২৫,১০০ টাকা। আইআরসিটিসি আশা করছে, রেলের এই তীর্থভ্রমণ প্যাকেজটি পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।