বিদ্যুৎস্পৃষ্ট

ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর :ঝড়ের প্রভাব বাংলার উপকূলে তেমন না পড়লেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির জেরে সৃষ্টি হয়েছে বিপদ। জমা জলের পাশাপাশি ঝড়ে ভেঙে পড়া গাছও বাড়াচ্ছে দুর্ঘটনার সম্ভাবনা। এভাবেই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল এক দশম শ্রেণির ছাত্র শুভজিৎ দাস। বাড়ির পাশে পড়ে থাকা ভেঙে যাওয়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে যা শুভজিতের পরিবার এবং এলাকাবাসীর চোখের সামনে ঘটেছে।

ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাব কাটলেও কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

জমা জলে বিপদ বাড়ছে

ঘূর্ণিঝড় ‘ডানা’র দাপটের মধ্যেও উপনির্বাচনের প্রস্তুতিঃ কড়া নজর নিরাপত্তার ওপর

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের পর বিদ্যুতের খুঁটি থেকে বাড়ি পর্যন্ত টানা সার্ভিস তারের উপর গাছ ভেঙে পড়েছিল। তাতে কেটে গিয়েছিল সেই তারটি। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও বিদ্যুতের মেন লাইনে বিদ্যুৎ ছিল। পরিবারের লোকজন ও শুভজিৎ মিলে গাছটি সরাতে গেলে সে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা মেন লাইন বিচ্ছিন্ন করে শুভজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসন তদন্তে নেমেছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর