বিরাট কোহলি সম্পর্কে কি বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

ব্যুরো নিউজ, ২১ জানুয়ারি :ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা, বিরাট কোহলি, সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে নিজের সেরাটা দিতে পারেননি। এই ব্যর্থতার পর, নিউজিল্যান্ড সিরিজেও তার পারফরম্যান্স ছিল তেমন আহামরি কিছু না। এসব নিয়ে গুঞ্জন উঠেছে যে, ইংল্যান্ডে আসন্ন টেস্ট সিরিজে তাঁকে দলে রাখা হবে না। তবে এই গুঞ্জন নিয়েই মুখ খুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতায় শুরু হচ্ছে ব্রেন্ডন ম্যাককালামের নতুন যুগ, আগ্রাসন ও বিনোদনপ্রবণ ক্রিকেট উপহার পেতে চলেছেন ক্রিকেট প্রেমীরা

কি বললেন তিনি?

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “বিরাট কোহলি আমার দেখা সর্বকালের সেরা সাদা বলের ক্রিকেটার। ৮০টি আন্তর্জাতিক শতরান একটি বিরাট অর্জন। যদিও টেস্টে এখনও সফলতা আসেনি, তবে সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলি অপ্রতিদ্বন্দ্বী।” সৌরভের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তা না করলেও, ইংল্যান্ডে আসন্ন টেস্ট সিরিজই বিরাট কোহলির জন্য সত্যিকারের পরীক্ষা হতে চলেছে।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে বিরাট আউট হয়েছেন, তাতে একটু অবাক হয়েছেন সৌরভ। তিনি বলেন, “পার্থ টেস্টে শতরান করার পর আমি ভেবেছিলাম, বিরাট হয়তো ফিরে আসবে, কিন্তু যেভাবে পরপর একইভাবে আউট হয়েছে, তা দেখে আমি হতাশ। তবে বিরাটের মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে, সে আবার ফিরবে।”

নীরজ চোপড়ার আচমকা বিয়েঃ কীভাবে জানলেন অনুরাগীরা? কেন এত তাড়াতাড়ি বিয়ে করলেন? কিভাবে আলাপ?

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নিয়ে সৌরভ আরও বলেন, “ভারতীয় দলের আগামী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম দাবিদার, কারণ সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স খুব ভালো ছিল। তবে টেস্ট ক্রিকেটে আরও নিখুঁত হতে হবে। অ্যাওয়ে টেস্টে ৩০০-৩৫০ রান করতে পারলে আত্মবিশ্বাস বাড়ে।” ভারতের পেস আক্রমণ নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ বলেন, “শামি এবং বুমরাহ জুটি টেস্টে ভারতের পারফরম্যান্সে ব্যাপক প্রভাব ফেলতে পারে। শামি বর্তমানে বুমরাহর পর অন্যতম সেরা বোলার, আর তার ফিট হয়ে দলে ফিরে আসা দলের জন্য খুবই ইতিবাচক হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর