ব্যুরো নিউজ,১২ ফেব্রুয়ারি :পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের সাক্ষাৎ হয়। দীর্ঘ ৪৫ মিনিট ধরে চলা এই বৈঠকটির বিষয়বস্তু নিয়ে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ পায়নি। তবে, একাধিক সূত্র থেকে জানা গেছে, এই সাক্ষাতে সৌরভের প্রস্তাবিত কারখানা এবং জমি সংক্রান্ত আলোচনা হতে পারে।
পশ্চিমবঙ্গে আবহাওয়ার পরিবর্তনঃ বৃষ্টি, কুয়াশা এবং তাপমাত্রায় ওঠানামা সম্পর্কে জানুন
আলোচনা
সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে জমি নিয়ে এত আলোচনা হচ্ছে, তা আগে প্রয়াগ গ্রুপের মালিকানায় ছিল। প্রয়াগ গ্রুপ দাবি করেছে যে ওই জমির বর্তমান বাজারমূল্য ২,৭০০ কোটি টাকা। এই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল মামলা এবং জমিজটের পরিস্থিতি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শালবনিতে তিনি এক টাকাও জমি পাননি, বরং সরকারি টেন্ডারের মাধ্যমে তিনি ৩৫০ একর জমি কিনেছেন যার জন্য ১০০ কোটি টাকা খরচ হয়েছে। তবে জমির বিষয়টি নিয়ে বেশ কিছু মামলা চলছে এবং আগামী ১৩ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) ২০২৩-এর মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর প্রস্তাবিত কারখানার বিষয়ে কিছু জানাননি। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “সৌরভ আজ কিছু বলেনি। তবে আমি জানি, সৌরভ এখানে স্টিলপ্ল্যান্ট করছে।” কিন্তু এরপর, সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় সৌরভ কোনও মন্তব্য করেননি।এদিকে, পশ্চিম মেদিনীপুরের বণিক মহল সৌরভের কারখানা নিয়ে আশাবাদী ছিল।
সূর্যের কুম্ভ রাশিতে প্রবেশঃ ৪টি রাশির জন্য ভাগ্য বদলের সময় আসছে, কোন সেই চারটি রাশি জানুন
তবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সৌরভের কারখানা সংক্রান্ত কোনও ইতিবাচক খবর না আসায় তারা হতাশ। পশ্চিম মেদিনীপুর বণিকসভা সম্পাদক চন্দন বসু জানান, বিজিবিএস মঞ্চে সৌরভের কারখানার সম্পর্কে ভাল খবর আসবে বলে তারা আশা করেছিলেন, কিন্তু সেরকম কিছু হয়নি। তবুও, তিনি আশাবাদী যে সৌরভের কারখানা পশ্চিম মেদিনীপুরেই প্রতিষ্ঠিত হবে।জমির মামলা এবং কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে এখনকার পরিস্থিতি কিছুটা জটিল হলেও, সকলেই আশাবাদী যে শীঘ্রই পরিস্থিতি পরিষ্কার হবে এবং সৌরভের প্রস্তাবিত কারখানা বাস্তবে রূপ নেবে।