ব্যুরো নিউজ, ৮ নভেম্ববর :মেডিক্যাল কলেজগুলিতে পরীক্ষায় স্বচ্ছতা আনতে এবার সোজাসাপ্টা নীতি আনল রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। দীর্ঘ টানাপোড়েনের পর পরীক্ষার সময় লাইভ স্ট্রিমিং চালুর মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছ। যা পরীক্ষার সময়ে যে কোনও অনৈতিক কার্যকলাপ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্বচ্ছতার পথে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়
সম্প্রতি জুনিয়র চিকিৎসকেরা পরীক্ষায় টোকাটুকি ঠেকাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন। সেই আর্জির ভিত্তিতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। গত ৩০ অক্টোবর কমিটি বৈঠকে বসে রাজ্যের মেডিক্যাল কলেজগুলির পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতার জন্য ১৩টি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) প্রণয়ন করেছে। এর মধ্যে সবচেয়ে নজরকাড়া উদ্যোগ ‘লাইভ স্ট্রিমিং’ ব্যবস্থা। যার মাধ্যমে পরীক্ষাকেন্দ্রগুলির কার্যক্রম সরাসরি নজরে থাকবে।
জলপাইগুড়িতে গোপনে মেয়েকে বিয়ে করেছেন তার বাবা
জানা গেছে, পরীক্ষার ঘরে কেউ যাতে ঘাড় না ঘোরাতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন মোবাইল, স্মার্টওয়াচ বা ব্লু টুথ স্পিকার ব্যবহার করলেই তার পরীক্ষা বাতিল করা হবে। প্রতিদিনের পরীক্ষার সিসিটিভি ফুটেজ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। কোনও অশুদ্ধ উপায়ে পরীক্ষা দিলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কও সৃষ্টি হয়েছে। কলেজ কাউন্সিলের বৈধতা এবং তাদের ‘থ্রেট কালচার’ নিয়ে প্রশ্ন উঠেছে জুনিয়র-সিনিয়র চিকিৎসকদের মধ্যে। শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে বলা হলেও, অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কলেজ কাউন্সিলের ভূমিকা নিয়ে সংশয় রয়েছে।