অরিজিৎ সিং এর পদ্মসম্মান পাওয়া নিয়েই কি সোনু নিগমের বিস্ফোরক মন্তব্য? 

ব্যুরো নিউজ, ২৭ জানুয়ারি:গান নিয়ে দারুণ জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেছেন অরিজিৎ সিং, এবং সম্প্রতি তিনি পদ্ম সম্মানেও ভূষিত হয়েছেন। তবে, তাঁর পদ্ম পুরস্কার অর্জনকে কেন্দ্র করে সোনু নিগম এক বিস্ফোরক ভিডিও বার্তা শেয়ার করেছেন। যেখানে তিনি বলছেন, “অরিজিৎ সিং লম্বা দৌড়ের ঘোড়া। এত খ্যাতি ওঁরই প্রাপ্য।” কিন্তু, এর পাশাপাশি, সোনু তাঁর ভিডিও বার্তায় ভারতীয় সঙ্গীতজগতের কিছু বিশিষ্ট গায়কদের পুরস্কার না পাওয়ার বিষয়টিও তুলে ধরেন, যা নিয়ে আলোচনা চলছে।

সৃজিত মুখোপাধ্যায়ের নতুন চমকঃ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হাতে ‘নটীবিনোদিনী’! 

কেন এই অসামঞ্জস্য?

সোনু নিগম তাঁর ভিডিওতে উল্লেখ করেছেন যে, এমন অনেক শিল্পী রয়েছেন যাঁরা ভারতীয় সঙ্গীত জগতের জন্য অসামান্য অবদান রেখেছেন, কিন্তু তাঁরা এখনও পদ্ম পুরস্কার থেকে বঞ্চিত। এর মধ্যে তিনি মহম্মদ রফি এবং কিশোর কুমারের নাম উল্লেখ করেন। সোনু বলেন, “মহম্মদ রফি সাহেবকে শুধু পদ্মশ্রী দিয়ে ক্ষান্ত করা হয়েছে, অথচ তিনি সারা বিশ্বে গায়কদের অনুপ্রেরণা।” একইভাবে, কিশোর কুমারেরও পদ্মশ্রী সম্মান কখনও মেলেনি, যদিও তিনি গানের জগতে অনবদ্য অবদান রেখেছেন।এছাড়া, সোনু আরও বলেন, “অলকা ইয়াগনিকের দীর্ঘ ক্যারিয়ার এবং শ্রেষ্ঠ সঙ্গীত কীর্তির পরেও তাঁকে কোনও পুরস্কার দেওয়া হয়নি। শ্রেয়া ঘোষাল এবং সুনিধি চৌহানের মতো শিল্পীদের অবদানও পুরস্কৃত হয়নি।” তাঁর মতে, এই ধরনের বঞ্চনা অত্যন্ত অস্বাভাবিক। সোনু তাঁর ভিডিও বার্তায় প্রশ্ন তুলেছেন, কেন এই অসামঞ্জস্য?

সব্যসাচী মুখোপাধ্যায়ের রজতজয়ন্তী উৎসবে সেলেবদের কালো পোশাকের ঝলক

২০২৫ সালের পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশিত হওয়ার পর বাংলা থেকে পাঁচজন সম্মানিত হয়েছেন, তাঁদের মধ্যে মমতাশঙ্কর, তেজেন্দ্র নায়ারণ এবং অরিজিৎ সিংও রয়েছেন। অরিজিৎ সিং পদ্ম পুরস্কারের তালিকায় স্থান পেয়েছেন, এবং এর পর থেকেই তাঁর ভক্তরা উল্লাসে মেতে উঠেছেন। যদিও অরিজিৎ এ বিষয়ে কিছু বলেননি, তবে সোনু নিগমের এই মন্তব্য থেকে অনেকের ধারণা, তিনি অরিজিতের সম্মান পাওয়া নিয়ে বিতর্কের ইঙ্গিত দিয়েছেন।পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়া সোনু নিগম ২০২২ সালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে এই সম্মান পেয়েছিলেন। কিন্তু যাদের এখনও এই সম্মান মেলেনি, তাঁদের জন্য মুখ খুলেছেন সোনু নিগম।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর