ব্যুরো নিউজ,৩ জানুয়ারি:বিগত এক মাস ধরে সোনম কাপুর তার স্বামী আনন্দ আহুজার সঙ্গে ইংল্যান্ডে সংসার করছেন, এবং সেখানেই পেরিয়েছে সোনমের মাতৃত্বের যাত্রা। ছেলে বায়ুর জন্মের পর বেশ কিছুদিন আত্মীয়-পরিজন এবং পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন সোনম, আর সেই আনন্দের ছবি ও ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।নতুন বছরের প্রথম দিন, সোনম কাপুর একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে তার ছোট্ট ছেলে বায়ুকে।
বাংলাদেশের এমপি তানজিম আহমেদ সোহেল তাজের সাতটি বিয়েঃ সোশ্যাল মিডিয়ায় এখন এটাই চর্চার কেন্দ্রবিন্দু
সাত পাকে বাঁধা
সোনমের শেয়ার করা ছবিতে বায়ু নিজের মুখ হাত দিয়ে আড়াল করেছে, কিন্তু তার মায়াবী চোখগুলোর দিকে তাকালে হৃদয় গলবে! তার কোলে শুয়ে থাকা খুদে বায়ু কিংবা বাবার সঙ্গে খেলা করার মূহূর্তগুলো দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সোনম ডাকতেই বায়ু মায়ের দিকে ফিরে তাকায়, যেন তার মায়াময় পৃথিবী এভাবেই ঘুরছে।নতুন বছরের শুভেচ্ছা দেওয়ার জন্য সোনম সোশাল মিডিয়াতে ক্যাপশন লিখেছেন। তিনি জানিয়েছেন যে, আসলে পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে এতটাই ব্যস্ত ছিলেন, যে দেরিতে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভুলে গেছেন। তবে, সেই দেরি করার পেছনের কারণও তিনি নিজেই শেয়ার করেছেন। সোনম বলেছেন, “আমি এতটাই আনন্দে সময় কাটাচ্ছিলাম আমার কাছের মানুষদের সঙ্গে, যে একটু দেরি হয়ে গিয়েছে।”
ব্লিঙ্কিটের এক অভিনব নতুন উদ্যোগঃ মাত্র ১০ মিনিটে অ্যাম্বুল্যান্স পৌঁছাবে আপনার দোরগোড়ায়!
২০১৮ সালের মে মাসে আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সোনম। এরপর ২০২২ সালের আগস্ট মাসে তারা প্রথমবার বাবা-মা হন, যখন সোনম একটি সুন্দর পুত্রসন্তানের জন্ম দেন, যাঁর নাম বায়ু। বর্তমানে সোনম কাপুর এবং আনন্দ আহুজা বেশিরভাগ সময়ই ইংল্যান্ডে থাকেন। সেখানে নতুন জীবন শুরুর পাশাপাশি, মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন সোনম। বলিউডের পর্দায় সোনম সেভাবে এখন আর দেখা না গেলেও, তার পরিবার এবং ছেলে বায়ুর সঙ্গে কাটানো সময়ই এখন তার কাছে সবচেয়ে মূল্যবান।