ব্যুরো নিউজ,১২ ডিসেম্বর:বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও স্বামী জাহির ইকবালের বিয়ের বয়স মাত্র ছয় মাস। এর মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া। দিন কয়েক আগে একটি ক্লিনিকের বাইরে এই জুটিকে একসঙ্গে দেখা যায় যার ফলে এই গুঞ্জনের সূত্রপাত। তবে এবার নিজের মুখেই সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন সোনাক্ষী।তিনি জানান ‘আমি অন্তঃসত্ত্বা নই। শুধুমাত্র একটু মোটা হয়ে গিয়েছি। আচ্ছা, আমরা কি দাম্পত্য জীবনটা একটু উপভোগ করতে পারি না?’ পাশে বসে থাকা জাহির এই কথার জবাবে মজার ছলে বলেন ‘কাল থেকেই ডায়েট শুরু হচ্ছে।’
শীতকালে ত্বকের শুষ্কতা দূর করতে আপনাদের জন্য রইল ১০টি সেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার
অন্তঃসত্ত্বার গুঞ্জনের পেছনের কারণ
সোনাক্ষী জানান বিয়ের পর নায়িকাদের নিয়ে এ ধরনের গুঞ্জন প্রায়শই ছড়ায়। তিনি আরও বলেন ‘আমার তো বিয়ের আগেও এসব কথা রটেছিল। সবাইকে জানাতে চাই, সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই। অন্তত দু’বছর আমরা বাচ্চার দায়িত্ব নেওয়ার কথা ভাবছি না। কারণ, আমরা নিজেরাই এখনও বাচ্চা।’
রকেট উৎক্ষেপণে কেন প্রয়োজন হয় লক্ষ লক্ষ লিটার জল? জানুন এর বৈজ্ঞানিক কারণ
গত ২৩ জুন মুম্বইয়ের নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। বিয়ের পর থেকেই এই তারকা জুটি হানিমুনে মগ্ন। কখনও সিঙ্গাপুর, কখনও ফিলিপাইনে ঘুরে বেড়াচ্ছেন তারা। মুম্বইয়ের বিভিন্ন রেস্তোরাঁয় প্রায়ই দেখা যায় তাদের রোমান্টিক ডেট নাইট উদযাপন করতে।সোশ্যাল মিডিয়ার কটাক্ষ বা নিন্দার তোয়াক্কা না করেই নিজেদের দাম্পত্য উপভোগ করছেন সোনাক্ষী ও জাহির। বলিউডের এই নবদম্পতি আরও কিছুদিন নিজেদের মতো সময় কাটাতে চান। সন্তান পরিকল্পনা নিয়ে আপাতত কোনো তাড়া নেই তাদের।