solar-storm-warning-cosmic-danger

ব্যুরো নিউজ, ৯ অক্টোবর :সম্প্রতি বিজ্ঞানীরা একটি বড় সৌর ঝড়ের সতর্কতা জারি করেছেন, যা পৃথিবীতে বিশাল প্রভাব ফেলতে পারে। এই সৌর ঝড়ের ফলে মোবাইল, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলিতে ব্যাপক ক্ষতি হতে পারে। লাদাখ থেকে ভারতীয় বিজ্ঞানীরা সৌর কার্যকলাপ পর্যবেক্ষণ করছেন। তাদের দাবি অক্টোবর মাসের শুরুতেই সূর্য থেকে দুটি শক্তিশালী সৌর শিখা—X7 এবং X9—অগ্নুৎপাত হয়েছে, যা পৃথিবীর দিকে আসছে।

দুই সন্তানের মা হয়ে কমিয়েছেন ওজন অভিনেত্রী শুভশ্রী

কি হবে আমাদের?

X9 ফ্লেয়ার গত সাত বছরে সূর্য থেকে নির্গত হওয়া সবচেয়ে শক্তিশালী শিখা। এর ফলে দক্ষিণ আটলান্টিক এবং আফ্রিকার কিছু অংশে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সৌর ঝড় টেলিযোগাযোগ এবং স্যাটেলাইট ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সব সতর্কতা গ্রহণে প্রস্তুত।

শ্রীলেখার সোশ্যাল মিডিয়া মন্তব্যঃ’খুনি সরকারের দুর্গাপুজোয় কি প্রতিবাদের সুর চাপা পড়ছে?’

আগামী কয়েক দিনে, যখন এই সৌর কণাগুলি পৃথিবীতে আঘাত হানবে, তখন ভূ-চৌম্বকীয় ঝড় (G3) উৎপন্ন হবে। যা কম ফ্রিকোয়েন্সি রেডিও এবং নেভিগেশন সিস্টেমের সমস্যা তৈরি করবে। যদিও এ ধরনের ঝড়গুলি পৃথিবীর জন্য বিপজ্জনক। কিন্তু আমাদের চৌম্বক ক্ষেত্র ও বায়ুমণ্ডল আমাদের রক্ষা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর