ব্যুরো নিউজ,১৭ আগস্ট: হঠাৎই অন্ধকারে ডুবে গেল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া। দিশেহারা হয়ে পড়েছিল সেই এলাকার প্রায় ১১ হাজার ৭০০ বাসিন্দা। জানা যায় একটি সাপ এই ঘটনাটি ঘটতিয়েছে।সাপটি এমন একটি জায়গা দিয়ে ঢুকে পড়েছিল যেখান থেকে হাই ভোল্টেজের বিদ্যুতের তার যায়।সেই হাই ভোল্টেজ তারে সাপটির দেহ লাগতেই বিরাট জোড়ে একটি শব্দ শোনা যায় আর তার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার জন্যই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।
RG Kar case:মেয়েকে খুন ও ধর্ষণের ঘটনায় কারা জড়িত..সিবিআইকে যা বলেছেন মৃতার বাবা
কি করে ঢুকে পরল সাপঃ
মাঙ্কি পক্স নিয়ে গ্লোবাল এমার্জেন্সি ঘোষনা করল WHO
গত শনিবার এই ঘটনাটি ঘটে, বৈদ্যুতিক গোলযোগের কারনে প্রায় দেড় ঘন্টা অন্ধকারে ডুবে গিয়েছিল যুক্তরাষ্ট্র ভার্জিনিয়ার নগর সহ নিউপোর্ট নিউজের মধ্যাঞ্চল, কিলন ক্রিকের একাংশ, ক্রিস্টোফার নিউ পোর্ট ইউনিভার্সিটিসহ আরো বেশ কিছু এলাকায়।
RG Kar case:মুখ খুললেই ট্রান্সফার?একধাক্কায় ৪৩ চিকিৎসক বদলির নির্দেশ, মমতার নিন্দায় সরব সংগঠন
স্থানীয় সূত্রে জানা যায়, রাত্রিবেলা পৌনে নটার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকায়। তারা অনেকেই বুঝতে পারেনি যে এই একটি সাপের জন্যই এমন ঘটনাটি ঘটেছে। অবশ্য জানা যায়নি সাপটি কোথা থেকে এসেছে বা কোন প্রজাতির।প্রায় সাড়ে দশটার দিকে বিদ্যুৎ সংযোগ ফিরে আসায় ভার্জিনিয়ার নগরের বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলে।
Rg kar case:”এদের সঙ্গে দেখা হলে ডাক্তার বোনটির আত্মা কষ্ট পেতো”আপসহীন লড়াইয়ে শুভেন্দু
ডমিনিয়ন এনার্জির কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক হাই ভোল্টেজের পথ দিয়ে একটি সাপ ঢুকে পড়েছিল তার কারণেই এই বিদ্যুৎ গোলযোগ দেখা যায়। গোটা বিষয়টা খতিয়ে দেখেছে সেখানকার কর্মীরা এবং দ্রুত ব্যবস্থা নিয়েছে।