গন্ধে বোঝা যাবে সঙ্গীর যৌন উত্তেজনা

ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর:মানুষের শরীরের গন্ধ শুধু পরিচয় জানানোর জন্যই নয় তা সঙ্গীর বিশেষ অবস্থা জানাতেও সক্ষম। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই চমকপ্রদ তথ্য। গবেষকদের মতে, নারী শরীরের বিশেষ মুহূর্তে নিঃসৃত গন্ধ পুরুষদের কাছে সহজেই আলাদা করে চেনা সম্ভব। বিশেষ করে, নারীর কামোত্তেজনার সময় নিঃসৃত ঘামের গন্ধ পুরুষের মনেও যৌন উত্তেজনা জাগিয়ে তোলে।

যৌনতার পর যোনিতে ক্ষত? কারণ, প্রতিকার এবং সচেতনতার সহজ উপায় জেনে নিন

গন্ধের ভূমিকা

সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে গন্ধের গুরুত্ব নতুন কিছু নয়। প্রাণিজগতেও এটি দেখা যায়। বহু প্রাণী শরীর থেকে নির্গত বিশেষ গন্ধের মাধ্যমে সঙ্গীকে আকর্ষণ করে। মানুষের ক্ষেত্রে এই ক্ষমতা কিছুটা সীমিত হলেও শরীরের গন্ধ যৌনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।গবেষণার জন্য কয়েকজন পুরুষকে দুটি গন্ধ শুঁকতে দেওয়া হয়। একটি গন্ধ ছিল এক নারীর সাধারণ অবস্থায় থাকা ঘামের, অন্যটি ছিল উত্তেজিত অবস্থার সময়ের। অংশগ্রহণকারীদের জানানো হয়নি যে এই গন্ধ দুটি আলাদা নারীর। ফলাফল অনুযায়ী, প্রায় সকল পুরুষ উত্তেজিত অবস্থার গন্ধকে বেশি আকর্ষণীয় বলে মনে করেছেন। কেউ কেউ দাবি করেছেন এই গন্ধ শুঁকেই তারা উত্তেজিত হয়েছেন।

দম্পতিদের এই ৬টি ভুলের কারনেই যৌন জীবনে খারাপ প্রভাব পড়ছে , কি সেই কারণ ?

 দেহের গন্ধের এই পরিবর্তন আসলে হরমোনের কারণে। যৌন উত্তেজনার সময় শরীরে বিশেষ হরমোন সক্রিয় হয় যা ঘামের গন্ধকে স্বাভাবিক অবস্থার তুলনায় আলাদা করে তোলে। পুরুষের মস্তিষ্ক এই গন্ধকে সহজেই শনাক্ত করতে পারে এবং উত্তেজনার উদ্রেক ঘটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর