ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : রোদের তাপে ত্বকে কালো দাগ, চোখের নিচে বলিরেখা আর ত্বকের জেল্লা কমে যাওয়া—এমন সমস্যা অনেকেই ভোগেন। রূপচর্চার জন্য বিউটি পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ করলেও কিছু লাভ হয় না, বরং কেমিক্যালের কারণে ত্বকের অবস্থা আরও খারাপ হতে পারে। তবে রূপ বিশেষজ্ঞরা বলছেন আপনার রান্নাঘরে থাকা সাধারণ উপাদান দিয়েও সহজেই ত্বককে চমকপ্রদ ও সুস্থ রাখা সম্ভব। বিশেষত চিনি ত্বকের নানা সমস্যার সমাধানে কার্যকরী হতে পারে।
কলকাতায় বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার ভুয়ো পরিচয়পত্র
কোন উপাদান ত্বকের কি কাজে লাগে জেনে নিন

১) বলিরেখা দূর করতে: কফি পাউডারের সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে এর মধ্যে অল্প মধু ঢেলে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এটি বলিরেখা দূর করতে সাহায্য করবে।
২) ব্রণ সমস্যা কমাতে: গ্রিন টি পাতা, চিনি এবং অলিভ ওয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করলে ব্রণ কমতে শুরু করবে।
৩) ত্বকের জেল্লা ফিরাতে: এক চামচ হলুদ গুঁড়োর মধ্যে এক চা চামচ চিনি এবং এক চা চামচ মধু মিশিয়ে পুরো মুখে লাগান। ২০ মিনিট রাখুন। এই ফেসপ্যাক ত্বকের জেল্লা ফিরিয়ে আনবে।
উরস উৎসবের কারণে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু ও বিদ্যাসাগর সেতু
৪) রোদে পোড়া ত্বক শোধরাতে: একটি টমেটো অর্ধেক কেটে তার ওপর এক চা চামচ চিনি ছড়িয়ে দিন এবং মুখে ঘষে স্ক্রাব করুন। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। এটি ত্বকের রোদ পোড়া ভাব দূর করতে সাহায্য করবে।
৫) রোদ পোড়া দূর করতে আরও একটি ফেসপ্যাক: এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি মিশিয়ে ২০-৩০ মিনিট মুখে রেখে শুকাতে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি রোদে পোড়া ত্বককে শান্ত করবে এবং ত্বককে মসৃণ রাখবে।

















