lips tips image

ব্যুরো নিউজ,৫ সেপ্টেম্বর :আমরা কমবেশি অনেকেই আছি প্রতিদিন লিপস্টিক লাগিয়ে বাড়ি থেকে বেড়াই।গাঢ় রং এর লিপস্টিক না দিলে এবার অনেকের মনই ভরে না।এই লিপস্টিকে থাকা কেমিক্যাল এর জন্যই ঠোঁটে কালো দাগছোপ পড়ে এবং  ঠোঁটের ত্বককে ক্ষতি করে।

প্রধান বিচারপতির শুধুই কি অসুস্থতা? নাকি অন্য কোন কারন?

ঠোঁটের ক্ষতি এড়াতে মেনে চলুন এই নিয়মগুলি

শিক্ষক দিবসের দিনেই নাবালিকা ছাত্রী ‘শ্লীলতাহানি’ অভিযোগে গ্রেফতার করা হল পিন্সিপাল

বাজারে এমন কিছু লিপস্টিক রয়েছে যা ঠোঁটকে শুষ্ক করে তোলে। আবার অনেকের ঠোঁট শুকিয়ে যাওয়ার সমস্যাও রয়েছে। সে ক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দেয়। ঠোটের চামড়া যেহেতু খুব নরম আর পাতলা হয় তাই ভালো মানের কোন লিপস্টিক ব্যবহার করাই দরকার।

লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপবাম লাগানোটা বিশেষ জরুরী। ঠোঁটের ত্বককে নরম ও আদ্র রাখতে লিভবাম মশ্চারাইজারের কাজ করে। বিশেষ করে যারা ম্যাট লিপস্টিক ব্যবহার করেন তারা আগে লিপব্যাম ব্যবহার করবেন।

বিধানসভায় আগুন ঝরানো প্রতিবাদ শুভেন্দুর

ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে অবশ্যই নারকেল তেল দিয়ে মাসাজ করুন। এতে ঠোঁটের ত্বকের আদ্রতা বজায় থাকবে।

সপ্তাহে অন্তত দু থেকে এক দিন লিপস্রাব ব্যবহার করুন। এতে ঠোঁটে জমে থাকা মৃত কোষের স্তর উঠে যাবে। আর ঠোঁটে কালো দাগ ছোপ পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর