পুস্পিতা বড়াল, ২২ মার্চ: এবার তৈরি হতে চলেছে সীতা মন্দির। অযোধ্যার রাম মন্দিরের পর উত্তর বিহারের সীতামারিতে তৈরি করা হবে এই মন্দিরটি। ধর্মপ্রাণ হিন্দুরা এই স্থানটিকেই সীতার জন্মস্থান হিসেবে বিশ্বাস করেন। বিহার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৫০ একর জমি অধিগ্রহণ করে সীতা মন্দির তৈরি করা হবে এই এলাকাতে।
কেজরিওয়ালই কি প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতার হলেন?
সীতা মন্দির তৈরির অন্যতম মূল উদ্যোক্তা BJP এর এই নেতাই
বর্তমানে একটি সীতার মন্দির রয়েছে উত্তর বিহারের এই সীতামারিতে। বিহার সরকার সেখানেই নতুন করে সুবিশাল মন্দির তৈরি করার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই এই প্রস্তাব পাশ হয়ে গিয়েছে বিহার ক্যাবিনেটে।
ধর্মঘটে সাফাই কর্মীরা | বেতন বৃদ্ধির দাবিতে পুরসভার গেট আটকে বিক্ষোভ
এই প্রসঙ্গে বিহারের বিধান পরিষদের প্রাক্তন সদস্য কামেশ্বর চৌপল বলেন, ‘রামের জন্য অযোধ্যা যা, সীতার জন্য সীতামারিও ততটাই গুরুত্বপূর্ণ। হিন্দুদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে আসেন। তাঁরা সীতার জন্মস্থান দেখতেও আগ্রহী। তাই আমরা চাই সীতার জন্মস্থানে অযোধ্যার মতোই একটি গ্র্যান্ড মন্দির তৈরি করা হোক।’ সীতা মন্দির তৈরির অন্যতম মূল উদ্যোক্তা BJP এর এই নেতাই।