singham-again-star-cast-budget

ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর :রোহিত শেট্টির পরিচালনায় বিপুল স্টারকাস্ট নিয়ে নির্মিত হচ্ছে ‘সিংহম এগেইন’। এই ছবির বাজেট যথেষ্ট উচ্চ। প্রতিটি তারকার পারিশ্রমিকও তারুণ্যের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ। আসুন দেখে নেওয়া যাক কোন তারকা কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই সিনেমার জন্য।

বাবা সিদ্দিকীর হত্যার পর সলমন খানের নিরাপত্তা জোরদার

কত টাকা ঢুকবে পকেটে ?

অজয় দেবগণ— এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। তার পারিশ্রমিক রয়েছে ৩৫ কোটি টাকা, যা আগের ছবির থেকে ৪০ শতাংশ বেশি।

অক্ষয় কুমার— সিরিজের সূর্যবংশী চরিত্রে অক্ষয় কুমারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি নিচ্ছেন ২০ কোটি টাকা।

দুর্গাপুজোয় সিনেমা বাজার লাভের খোঁজে বাংলা ছবির সংকট

দীপিকা পাড়ুকোন— এই ছবিতে দীপিকা পাড়ুকোনকে ‘লেডি সিংহম’ চরিত্রে দেখা যাবে। তিনি এই চরিত্রের জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৬ কোটি টাকা।

রণবীর সিং— সিরিজের সিম্বা চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। তিনি এই ছবিতে ১০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন।

আসিয়ান শতাব্দীঃভারতের সঙ্গে আরও দৃঢ় সম্পর্কের পথে মোদীর ১০ দফা পরিকল্পনা

করিনা কাপুর খান— অজয় দেবগণের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন করিনা কাপুর খান। ছবির কাহিনী তার অপহরণের ঘিরে আবর্তিত হয়েছে। এই চরিত্রের জন্য তিনি পাচ্ছেন ১০ কোটি টাকা।

টাইগার শ্রফ— প্রথমবারের মতো কপ-ইউনিভার্সে যুক্ত হচ্ছেন টাইগার শ্রফ। তার পারিশ্রমিক এই ছবির জন্য ৩ কোটি টাকা।

জ্যাকি শ্রফ— ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করছেন জ্যাকি শ্রফ।  তার পারিশ্রমিক ২ কোটি টাকা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর