ভাইফোঁটায়

ব্যুরো নিউজ,২ নভেম্ববর :ভাইফোঁটার প্রথায় দই ও চন্দনের দুটি ফোঁটা দেওয়া হয় যা অনেকের কাছেই একটি অজানা রহস্য। এই বছর ভাইফোঁটা মূলত রবিবার পড়েছে। শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হবে। যা ভাতৃদ্বিতীয়া নামে পরিচিত। এই দিনে বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় মন্ত্রচ্চারণ করে দই, চন্দন এবং দিয়ে ফোঁটা দেন। কিন্তু কেন চন্দন  দইয়ের ফোঁটা দেওয়া হয় জানেন কি

ভাইফোঁটায় বোনকে কি উপহার দেবেন ভাবছেন? রাশি অনুযায়ী কোন উপহার শুভ তা জেনে নিন

জেনে নিন কি বলছে শাস্ত্রমতে,

বিশ্বাস করা হয় যে, চন্দনের ফোঁটায় মনকে শান্ত রাখতে সাহায্য করে এবং একাগ্রতা ও ধৈর্য বাড়ায়। তাই যেকোনো পূজায় চন্দনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইফোঁটার পাশাপাশি অন্যান্য শুভ অনুষ্ঠানে কপালে চন্দনের তিলক দেওয়ার রীতি রয়েছে।

রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি? কোন অশুব সংকেত নেই তো জ্যোতিষশাস্ত্রে

দইয়ের ফোঁটাও ভাইফোঁটার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। হিন্দু ধর্মে দইয়ের ফোঁটা শুভ বলে মনে করা হয় এবং যে কোনও শুভ কাজ শুরু করার আগে দইয়ের ফোঁটা দেওয়ার রীতি রয়েছে। এই কারণেই ভাইফোঁটায় কাজল ও চন্দনের ফোঁটার সমন্বয় ঘটে, যা বোনের ভালোবাসা ও নিরাপত্তার প্রতীক।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর